শিবচরে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষ : আহত ২০


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৩ মার্চ ২০১৬

মাদারীপুরে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে নির্বাচনে বিজয়ী মেম্বার ও পরাজিত মেম্বারের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ১০ জনকে গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মো. চান মিয়া (২২), মো. আক্কাস হাওলাদার (১৭), মো. দেলোয়ার বেপারী (৩২), মো. চান মিয়া (৪০),আবদুর রাজ্জাক হাওলাদার (৭০), আলমগীর হাওলাদার (২২), মো. সেলিম হাওলাদার (৩৫), মাহমুদা আক্তার (৩২), ইয়াছিন (১৮), আন্না বেগম (৫০), জালাল ঢালী (৫০), ফাতেমা বেগম (৫৫), মো, সজিব (২০), মো. জাকির হোসেন (৪৫), আবদুল লতিফ খান (৪৫) এবং ময়না বেগম( ৪৫)।

এলাকাবাসী জানান, সকালে কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্বাস মুন্সী তার সমর্থকদের নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার সময় পরাজিত মেম্বার প্রার্থী আবদুল জব্বার হাওলাদারের লোকজন তাদের উপর হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ২০জন আহত হন।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. জাকির হোসেন মোল্লা জানান, কাদিরপুর গ্রামের সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।