রাজধানীতে বিদেশী মদ ও গাড়ীসহ আটক ১
রাজধানীর শেরেবাংলা থানা এলাকায় ২৭ বোতল বিদেশী মদ, মদ বিক্রয়ের প্রায় অর্ধলাখ টাকা ও একটি টয়োটা প্রাইভেটসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে পশ্চিম রাজাবাজার ৪৭/জি ইন্দিরা রোডের প্রান্তর হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নামস জয় সাংমা (৩০)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর উপ-পরিচালক (গণমাধ্যম) এএসপি মারুফ আহমেদ জানান, র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার ৪৭/জি ইন্দিরা রোডের প্রান্তর হাউজের সামনে পাঁকা রাস্তার উপর প্রাইভেট কার যোগে বিদেশী মদ বিক্রয় করছে। এ খবরে র্যাব-২ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেট কারটি জব্দ ও চালক জয় সাংমা (৩০) কে আটক করে।
পরে প্রাইভেটতারে তল্লাশী চালিয়ে ৩টি কার্টুনে থাকা ২৭ বোতল বিদেশী মদ ও মদ বিক্রয়ের মোট ৪৭ হাজার ৪শ’ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে র্যাবকে জানায়, বৈদেশিক মদ চালান ব্যবসায় তাদের একজন দালাল থাকে যে বিভিন্ন জনের কাছ থেকে ফোনের মাধ্যমে মদ চালানের চাহিদা নিয়ে থাকে। চাহিদা অনুযায়ী বৈদেশিক মদ নির্দিষ্ট কিছু বার সমূহ থেকে হলুদ নেমপ্লেট যুক্ত বৈদেশিক ডেলিগেটের গাড়ীর মাধ্যমে স্থানান্তর করে।
প্রায় ২ বছর যাবৎ তারা এ ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানান তিনি।