বিএনপির স্থায়ী কমিটির একাধিক বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২২ মে ২০২৫

গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসব বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জানাতে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।’

দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, বৈঠকে আন্দোলনের নতুন দিকনির্দেশনা, দলের ভেতরের অবস্থা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ যোগাযোগের কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

কেএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।