অবস্থান ছাড়লেন ইশরাকের সমর্থকরা, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২২ মে ২০২৫
সড়ক ছেড়েছেন বিএনপি নেতাকর্মীরা, পড়ে আছে অবস্থানের চিহ্ন

২ উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় থেকে আগামী ৪৮ ঘণ্টা সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে। এ কথা জানিয়ে সড়ক থেকে অবস্থান ছেড়েছেন ইশরাক হোসেনের সমর্থক আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক। এসময় তিনি এ ঘোষণা দেন।

আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়ে সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান। পরবর্তী সময়ে সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে বিকেল ৫টা নাগাদ আন্দোলনকারীরা অবস্থান ছেড়ে চলে গেলে শুরু হয় যান চলাচল।

এর আগে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে গত কয়েকদিনের চলমান আন্দোলনের মতো আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইশরাকের সমর্থকরা আসতে শুরু করেন কাকরাইল মোড়ে। পরে কোর্টের রায় ইশরাকের পক্ষে আসায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এরপরও দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন তারা।

বিকেলে ইশরাক হোসেনের আল্টিমেটাম দেওয়ার পর ওই এলাকা ছাড়েন নেতাকর্মীরা।

কেআর/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।