রাজধানীতে বিজয় র‌্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রোববার দুপুর আড়াইটায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, বিজয় র‌্যালিতে অংশ নিতে দুপুর ১টা থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। ইতোমধ্যেই সেখানে কয়েকটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যান রাখা হয়েছে।

র‌্যালিতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের শীর্ষ অন্য নেতারাও উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে এই র‌্যালিতে অংশ নেবেন।

এদিকে বিএনপির বিজয় র‌্যালিকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এমএম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।