আওয়ামী লীগ বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৩ মার্চ ২০২৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যতই ছলচাতুরি করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এদেশের জনগণ বুঝতে পেরেছে এই সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, সংবাদপত্র নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনো ব্যাংকে গচ্ছিত সেই মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সকল মানুষকেও বন্দি করে রেখেছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের গরিব মানুষের খবর আপনারা রাখেন না। আপনারা খবর রাখেন কীভাবে বিদ্যুৎ খাত থেকে চুরি করা যাবে। কীভাবে রিজার্ভের টাকা চুরি করা যাবে। কীভাবে শেয়ার বাজার থেকে চুরি করা যাবে। এদেশের গরিব দুঃখী মানুষ তিনবেলা ভালোভাবে খেতে পারছে না এটা আপনারা খবর রাখেন না।

বিএনপির এ নেতা বলেন, এ সরকার গণতন্ত্রের সরকার না। এদেশের জনগণের সরকার না। গরিব দুঃখী মানুষের সরকার না। এরা হচ্ছে ভোটচোর সরকার।

তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

কেএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।