চাঁদের বক্তব্যকে বড় করে দেখা হচ্ছে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৪ মে ২০২৩
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা বড় করে দেখা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ মে) রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যকে বড় করে দেখার চেষ্টা হচ্ছে। খালেদা জিয়াসহ দলের (বিএনপি) নেতাকর্মীদের হত্যার হুমকি যারা দিয়েছিলেন তাদের মধ্যে আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতারাও রয়েছেন। সেই হুমকিতে আছে হত্যা ও পঙ্গু করার নির্দেশ।

আরও পড়ুন: গয়েশ্বরসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে দাবি করে তিনি বলেন, সরকার এখন চাঁদের বক্তব্যকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও গ্রেফতার জ্যামিতিক হারে বাড়িয়েছে। আসলে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, দেশজুড়ে চলছে এক অসহনীয় দুর্দিন। আওয়ামী দুঃশাসন প্রলম্বিত করার জন্য আগামী জাতীয় নির্বাচন আবারও একতরফা করার অপচেষ্টা চলছে। আর এ কারণেই বিএনপির ওপর সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

আরও পড়ুন: আওয়ামী লীগ আধুনিক দল নয়, সন্ত্রাসীর আখড়া: ফখরুল

গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে চিরুনি অভিযান চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই এমন মা, শিশু ও আত্মীয়স্বজনকে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে মুক্তিপণ আদায়ের মতো বিএনপির নেতাকর্মীদের অবস্থান জানতে চাচ্ছে।

রিজভী বলেন, সরকার বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ সবপর্যায়ের নেতাকর্মীকে মানসিকভাবে বিপর্যস্ত করতে গণহারে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করছে। আজও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন চেয়েছি, ক্ষমতায় বসাতে বলিনি: নজরুল

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

কেএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।