ঢাবির আন্তঃহল নারী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রোকেয়া হল


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৩ মার্চ ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল (নারী) ক্রিকেট প্রতিযোগিতা ২০১৫-১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রোকেয়া হল। বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। রানার্সআপ হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।

ফাইনাল খেলা শেষে বিকেলে ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোটর্স বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর, সিনিয়র শিক্ষক এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এমএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।