পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড
নাশকতার দু’টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার বেলা ১১টায় বনানী সড়কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাড. রুহুল আমিন, যুবদল নেতা কামাল প্রমুখ৷
এ সময় যুবদলের নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগানও দেন।
এসএস/পিআর