ফাইনালে ওঠার লড়াই

ভারতের বিপক্ষে ২৬৪ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৪ মার্চ ২০২৫

স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারের জোড়া ফিফটির পরও পুরো ৫০ ওভার খেলতে পারলো না অস্ট্রেলিয়া। ইনিংসের ৩ বল বাকি থাকতে অসিদের ২৬৪ রানে অলআউট করে দিয়েছে ভারত।

অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হলে রোহিত শর্মার দলকে করতে হবে ২৬৫ রান।

দুবাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। শূন্য করেই সাজঘরের পথ ধরেন দলের সঙ্গে সেমির আগে যোগ দেওয়া কুপার কনোলি।

তবে ভারতের ত্রাস ট্রাভিস হেড মারকুটে শুরু করেছিলেন ঠিকই। ৩৩ বলে ৩৯ করে তিনি হন বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার। মার্নাস লাবুশেন ২৯ আর জস ইংলিশ ১১ করে সাজঘরের পথ ধরেন।

স্মিথ অবশ্য দায়িত্ব নিয়ে খেলে দলকে দুইশর দোরগোড়ায় পৌঁছে দেন। ৯৬ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ করে রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন অসি অধিনায়ক।

এর আগে শামির বলে একবার ক্যাচ থেকে, আরেকবার অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়েও স্টাম্প না ভাঙায় বেঁচে গিয়েছিলেন স্মিথ।

গ্লেন ম্যাক্সওয়েল এক ছক্কা হাঁকিয়েই ৭ করে অক্ষরের বলে বোল্ড হন। এরপর হাল ধরেন অ্যালেক্স ক্যারে। রানআউটের ফাঁদে পড়ার আগে ৫৭ বলে ৬১ রানের ইনিংস খেলে দিয়ে যান তিনি। ক্যারের ইনিংসে ছিল ৮টি চারের সঙ্গে ১টি ছক্কা।

ভারতের মোহাম্মদ শামি ৩টি এবং বরুণ চক্রবর্তী আর রবীন্দ্র জাদেজা নেন দুটি করে উইকেট।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।