১০০ চার ও ৫০ ছক্কার চ্যালেঞ্জ নিলেন নাইম শেখ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২৫

বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন নাইম শেখ। এরই মধ্যে ১৭৬ এবং ৮১ রানের দুটি ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছে প্রাইম ব্যাংকের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটারের উইলো থেকে।

নাইম এবার নতুন এক লক্ষ্য ঠিক করেছেন। এবারের প্রিমিয়ার লিগে ১০০টি চার এবং ৫০টি ছক্কা হাঁকাতে চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নাইম জানিয়েছেন সেই লক্ষ্যের কথা।

ফেসবুকে এক পোস্টে নাইম লিখেছেন, ‘চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আমি ১০০ চার এবং ৫০ ছক্কা হাঁকাতে চাই। আমি নিজেকে চ্যালেঞ্জ করছি। আমি কি পারব? আপনারা কী মনে করছেন?’

নাইম এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে ৩৪টি চার এবং ১৭টি ছক্কা হাঁকিয়েছেন। নাইম কি আসলেই পারবেন নিজের চ্যালেঞ্জ পাড়ি দিতে?

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।