চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দিল্লি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৫

কনুইয়ের আঘাতের কারণে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে পারবেন কি না চেন্নাই সুপার কিং অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়, তা ছিল অনেকটাই অনিশ্চিত। ফলে, ঋুতুরাজের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ের নেতৃত্বে দেখা যাওয়ার কথা ছিল মহেন্দ্র সিং ধোনিকে।

তবে, ধোনিকে টস করতে নামতে হয়নি শেষ পর্যন্ত। ম্যাচের আগেই ফিট হয়ে ওঠেন অধিনায়ক ঋুতুরাজ। যার ফলে তিনিই নেতৃত্ব দিচ্ছেন এবং দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলের সঙ্গে টস করতে নামেন।

আগের তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে দুই ম্যাচের দুটিতেই। আজ চেন্নাইকে হারাতে পারলে এককভাবে উঠে যাবে শীর্ষে।

সে লক্ষ্যে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস করতে নেমে জিতলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল এবং টস জিতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।