সাকিব-তাইজুলকে পেছনে ফেলে রেকর্ড মিরাজের
এক টেস্টে ১০ উইকেট। বাংলাদেশের বোলারদের ক্যারিয়ারে এমন দিন কালেভদ্রে আসে না। এর আগে এক টেস্টে সবচেয়ে বেশি ১০ উইকেট শিকারের রেকর্ডটি যৌথভাবে ছিল সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের।
সাকিব-তাইজুল টেস্টে ২ বার করে ১০ উইকেট শিকার করেছিলেন। আজ (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ।
যদিও দলকে জেতাতে পারেননি। তবে প্রথম ইনিংসে ৫২ রানে আর দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫টি করে উইকেট শিকার করেন মিরাজ। সবমিলিয়ে ১০২ রানে তার শিকার ১০ উইকেট।
এ নিয়ে এক টেস্টে তৃতীয়বারের মতো ১০ উইকেট শিকারের কীর্তি গড়লেন মিরাজ। ছাড়িয়ে গেলেন সাকিব আর তাইজুলের ২ বার করে করা রেকর্ড।
৭১ টেস্টে সাকিবের উইকেট ২৪৬টি। ৫১ টেস্টে তাইজুলের শিকার ২১৭ উইকেট। তাইজুলের সমান ৫১ টেস্ট খেলে মিরাজ নিয়েছেন ১৯০ উইকেট।
এমএমআর/জিকেএস