রেকর্ড ভাঙতে না পারলেও তামিমের অভিনন্দন ঠিকই পেলেন ইমন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ এএম, ১৮ মে ২০২৫

সেই ২০১৬ সালের কথা। ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। ৬৩ বলে ১০ চার আর ৫ ছক্কায় তার ওই ইনিংসটিই ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম সেঞ্চুরি।

তারপর কেটে গেছে ৯ বছর ২ মাস। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন তরুণ পারভেজ হোসেন ইমন। শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ৫ চার আর ৯ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমন।

যখন আউট হয়েছেন, ইনিংসের ৫ বল বাকি। কাঁটায় কাঁটায় ১০০ রানে থেমেছেন ইমন। অথচ সুযোগ ছিল দেশের প্রথম সেঞ্চুরিয়ান তামিমের ১০৩ রানের ইনিংসটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা হয়নি।

তবে রেকর্ড ভাঙতে না পারলেও ‘বড় ভাই’ তামিমের অভিনন্দন ঠিকই পেলেন ইমন। তামিম এক ফেসবুক পোস্টে রাতেই ইমনকে অভিনন্দন জানিয়েছেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।