লাহোরের জার্সিতে অভিষেকে ‘গোল্ডেন ডাক’ মারলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২১ এএম, ১৯ মে ২০২৫

 

ছয় মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। যে কারণে পিএসএলে আজ রোববার পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে সাকিবকে একাদশে রাখবে কি না লাহোর কালান্দার্স, তা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষমেশ বাঁহাতি টাইগার অলরাউন্ডারকে নিয়েই একাদশ সাজিয়েছে লাহোর।

তবে লাহোরের জার্সিতে সাকিবের অভিষেক ম্যাচটি ছিল দু:স্বপ্নের মতো। প্রথমবারের মতো শাহিন শাহ আফ্রিদির দলের হয়ে আজ গোল্ডেন ডাক (১ বলে ০) মেরেছেন সাকিব। অর্থাৎ ৬ মাস পর প্রতিযোগিতামূলক আসরে ব্যাট হাতে নেমে খালি হাতে ফিরলেন টাইগার অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডিতে আজ বৃষ্টির কারণে সময়মতো খেলা শুরু করা যায়নি। অনেকটা সময় নষ্ট হওয়ায় খেলা ১৩ ওভারে নামিয়ে আনা হয়।

আগে ব্যাট করতে নামে সাকিবের দল। বাঁহাতি এই অলরাউন্ডার ব্যাট হাতে নামেন লাহোরের ব্যাটিং লাইনআপের সাত নম্বরে। নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি। সাকিবের মিডলস্টাম্প উপড়ে ফেলেন আহমেদ দানিয়েল।

এই ম্যাচে নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে লাহোর। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই রানেই পেশোয়ারকে আটকাতে হবে সাকিবদের।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।