বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাত অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২০ মে ২০২৫

বাংলাদেশের বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম জয়। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটে নতুন ইতিহাস যুক্ত হলো। যে জয়ের নায়ক আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

লক্ষ্য ছিল বেশ চ্যালেঞ্জিং, ২০৬ রানের। তবে আমিরাত অধিনায়কের ৪২ বলে ৮২ রানের ঝড়ে রান তাড়ার পথ পেয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশকে তারা হারায় ২ উইকেট আর ১ বল হাতে রেখে।

এই জয়ের পর ভীষণ উচ্ছ্বসিত আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। শারজাহতে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘কিছু বলার ভাষা নেই। বাংলাদেশকে হারাতে পেরে খুবই খুশি। পারফরম্যান্সে আমি খুব আনন্দিত।’

‘আমি সবাইকে আশা দিচ্ছিলাম যে এই স্কোর আমরা তাড়া করতে পারব। কারণ আমরা (এখানকার) কন্ডিশন জানি। আমরা রান তাড়ার আশায় ছিলাম এবং আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’

১৯তম ওভারে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে আরও একবার হারের শঙ্কায় পড়ে গিয়েছিল আরব আমিরাত। কিন্তু লোয়ার অর্ডারের ধ্রুব পারাসার আর হায়দার আলি একটি করে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।

আমিরাত অধিনায়ক এই দুজনের আলাদা করে প্রশংসা করলেন। এমনকি শেষ ম্যাচে পূর্ণশক্তি নিয়ে বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কারও দিয়ে রাখলেন তিনি।

ওয়াসিম বলেন, ‘আমরা শেষ পর্যন্ত আশায় ছিলাম, বিশ্বাস ছিল। ধ্রুব একটি ছক্কা হাকায়, হায়দারও। শেষ পর্যন্ত আমরা সৌভাগ্যক্রমে জিতেছি। আমরা আমাদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব (শেষ ম্যাচে) এবং আশা করি আমরা ২-১ ব্যবধানে জিতব (সিরিজ)।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।