পিএসএল

এলিমিনেটর ম্যাচে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিলেন রিশাদও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২২ মে ২০২৫

এলিমিনেটর ম্যাচ। হারলেই বিদায়। এমন মহাগুরুত্বপূর্ণ এক লড়াইয়ে আজ (বৃহস্পতিবার) রাতে করাচি কিংসের মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

লাহোর কালান্দার্সে থাকছেন তিন বাংলাদেশি-সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ আর রিশাদ হোসেন। সাকিব এরই মধ্যে লাহোর কালান্দার্সের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন।

রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে সে ম্যাচে সাকিব ২ ওভার বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। লাহোর জেতে ২৬ রানে।

মেহেদী মিরাজ সদ্যই দলে যোগ দিয়েছেন। প্লে অফ ম্যাচকে সামনে রেখেই তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তারও একাদশে থাকার সম্ভাবনা আছে।

এর মধ্যে লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি জানালো, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনও দলের সঙ্গে ফের যোগ দিয়েছেন। রিশাদ এর আগে লাহোরের হয়ে গ্রুপপর্বে ৫টি ম্যাচ খেলেছেন।

তারপর ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় পিএসএল। রিশাদ সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেন।

সেখান থেকে আবারও পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে গেছেন রিশাদ। বাংলাদেশ সময় দুপুর একটার দিকে রিশাদের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্জাইজি।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।