আইসিসির হল অব ফেমে ধোনি, আমলা ও পাকিস্তানি নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১০ জুন ২০২৫

আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ৭ ক্রিকেটার। যেখানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলা। তাদের সঙ্গে সম্মানজনক এই তালিকায় ঠাঁই পেয়েছেন পাকিস্তান ও ইংল্যান্ডের একজন করে নারী ক্রিকেটারও।

সোমবার এক বিবৃতিতে ৭জন ক্রিকেটারকে হল অব ফেমে অন্তর্ভূক্ত করার কথা জানায় আইসিসি। অবসরের ৫ বছর পর এই তালিকায় যুক্ত হলেন ধোনি। এর আগে ১১ জন ভারতীয় ক্রিকেটার এ সম্মান পেয়েছেন।

যে ৭ জনকে হল অব ফেমে জায়গা দেয়া হলো, একজন বাদে সবাই ছিলেন নিজ নিজ দলের অধিনায়ক। অধিনায়কের বাইরে এই তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথ্যু হেইডেন।

এছাড়া এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ড্যানিয়েল ভেট্টোরি, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলা, গ্রায়েম স্মিথ, পাকিস্তান নারী দলের অধিনায়ক সানা মির এবং ইংল্যান্ডের সারা টেলর।

আাইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।