ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বললেন, আম্পায়ারদের কড়া শাস্তি প্রয়োজন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পিএম, ২৮ জুন ২০২৫

প্রথম ইনিংসে ১০ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়ার চেয়ে। দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতায় সেই অস্ট্রেলিয়ার কাছেই ১৫৯ রানে হারতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। ব্রিজটাউনে মাত্র তিনদিনে টেস্ট হেরে আম্পায়ারদের উপর ক্ষোভে ফেটে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টোন চেজ।

বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কথা তুলে ধরে আম্পায়ারদের পারফরম্যান্সকে ‘হৃদয় ভেঙে দেওয়া’ এবং ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন তিনি। তার প্রশ্ন, আম্পায়ারদের ভুল হলে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না?

ওয়েস্ট ইন্ডিজের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তার অন্তত ছয়টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চেজের ব্যাটিংয়ের সময় দু’বার ফিফটি-ফিফটি পরিস্থিতি তৈরি হয়েছিল। একবার বেঁচে গেলেও দ্বিতীয়বার আউট দেওয়া হয়।

umpire

তবে প্রথম ইনিংসে শাই হোপের আউটকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ক্যাচ নিলেও রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাটে নয়, সম্ভবত ঘাসে লেগেছিল।

চেজ বলেন, ‘হতাশাজনক সিদ্ধান্ত। ক্রিকেটার হিসাবে আমরা ঝামেলা করলে বা নিজেদের গন্ডির বাইরে বেরিয়ে আচরণ করলে কঠোর শাস্তি দেওয়া হয়। কিন্তু ম্যাচ কর্মকর্তাদের কিছুই করা হয় না। তারা ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পরেও তাদের জীবনে কোনও পরিবর্তন হয় না।’

চেজ একই সঙ্গে যুক্ত করেন, ‘আপনারা ক্রিকেটারদের ক্যারিয়ারের কথা বলেন। একটা খারাপ সিদ্ধান্ত একজন ক্রিকেটারের জীবন শেষ করে দিতে পারে। আমার মনে হয়, ক্রিকেটাররা ভুল করলে তাদের যেমন শাস্তি দেওয়া হয়, তেমনই আম্পায়ারদের জন্যও শাস্তির বিধান থাকুক, যদি তারা খারাপ কোনও সিদ্ধান্ত নেন।’

চেজের অভিযোগ, হোপকে আউট দেওয়া হলেও একই কাজ করে পার পেয়ে যান অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চেজ বলেন, ‘আমি আর হোপ ভালোই এগোচ্ছিলাম তখন। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে দু’জনকেই আউট হতে হল। বড় রানের লিড পাওয়া থেকে বঞ্চিত হলাম আমরা।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।