মাত্র ৪১ বছর বয়সে আন্তর্জাতিক আম্পায়ারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৮ জুলাই ২০২৫

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেছেন আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। আজ মঙ্গলবার পরপারে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের এই আম্পায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

এক বিবৃতিতে শিনওয়ারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেটঙ্গনে একজন সম্মানিত এবং পরিচিত মুখ ছিলেন শিনওয়ারি। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তার অভিষেক হয় ২০১৭ সালের ডিসেম্বরে শারজায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে।

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য হিসেবে ২৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন শিনওয়ারি।

এক শোকবার্তায় এসিবি বলেছে, ‘আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্ব, কর্মকর্তা এবং পুরো আফগান আতালান পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এক অসুস্থতায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন—এটি অত্যন্ত দুঃখজনক।’

শিনওয়ারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। মৃতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

জয় শাহ বলেন, ‘ক্রিকেটে তার অবদান ছিল অসাধারণ। ক্রিকেটবিশ্ব তাকে গভীরভাবে মিস করবে। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।