রুদ্ধশ্বাস টেস্টের শেষের নায়ককে আর পাচ্ছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৫ জুলাই ২০২৫

ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ বলটা ডিফেন্ড করেছিলেন। সেটি গড়িয়ে গড়িয়ে গিয়ে লাগলো স্টাম্প। পড়ে গেলো বেল। বোলার শোয়েব বশিরের উচ্ছ্বাস তখন আর দেখে কে! উচ্ছ্বাসে তো তখন ফেটে পড়েছে পুরো ইংলিশ শিবির আর গ্যালারির সমর্থকরা।

লর্ডস টেস্টে শেষ সেশনে এসে ২২ রানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ উইকেটটি নিয়ে শেষের নায়ক বনে গেছেন শোয়েব বশির।

কিন্তু দলের তরুণ এই অফস্পিনারকে আর পরের দুই টেস্টে পাচ্ছে না ইংল্যান্ড। আঙুলের চোটে ছিটকে পড়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।

টেস্টের তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজার শক্তিশালী এক ড্রাইভে রিটার্ন ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পেয়েছেন বশির। ম্যাচ শেষে তার ছিটকে পড়ার খবর জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

স্টোকস বলেন, ‘ব্যাশের (বশির) জন্য ভালো খবর নয়। দল হিসেবে আমাদের জন্যও খুব হতাশার ব্যাপার। বড় ধাক্কা।’

চতুর্থ ইনিংসে বেশিরভাগ সময় ফিল্ডিং করেছেন বশির। স্টোকস তাকে বল করতে আনেন ভারতীয় ইনিংসের ৫৫তম ওভারে। ৭৫তম ওভারে সিরাজকে আউট করে ইংল্যান্ডকে আনন্দে ভাসান বশির।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।