ঢাকায় পাকিস্তান দলের প্রথম বহর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৬ জুলাই ২০২৫

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের প্রথম বহর। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের এক বহর আজ বুধবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রাখবেন বিকেল পাঁচটায়।

বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ফুল দিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের বরণ করে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে রওয়ানা হন সালমান আলি আগারা।

জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন পাকিস্তানের লিঁয়াজো (যোগাযোগ) কর্মকর্তা জাহিদুর রহমান মল্লিক জনি। তিনি আরও জানান, পাকিস্তান দল আজ ও আাগামীকাল বৃহস্পতিবার কোনো অনুশীলনে যোগ দেবে না। বিশ্রাম নিয়ে আগামী শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২০ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে গেল মে-জুনে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

তবে ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী মনে করছে পাকিস্তান। যে কারণে এই সিরিজে লিটন দাসের দলকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।

এআরবি/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।