টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২১ জুলাই ২০২৫

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। দাপুটে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

ক্রিকেটারদের পাশাপাশি কোচ ও বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন- 

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করেন পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান খরচায় ২ উইকেট নেন কাটার মাস্টার। তাসকিন আহমেদ শিকার করেন ৩ উইকেট। দুই টাইগার পেসারের বোলিং তোপে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ফিফটি হাঁকান ওপেনার পারভেজ হোসেন ইমন।

মোস্তাফিজের রেকর্ড গড়া বোলিং ও ইমনের ঝড়ো অর্ধশতকে ভর করে ২৭ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।