সিরিজ নিশ্চিতের লক্ষ্যে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ জুলাই ২০২৫

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি টেস্ট হয়ে গেছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। আজ বুধবার চতুর্থ টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে ইংলিশদের। সেই লক্ষ্য নিয়ে টস জিতে ভারতীয় দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এই টেস্টে মাত্র ৩১ রান করতে পারলেই টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন ইংল্যান্ডের জো রুট, পেছনে ফেলবেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে।

বর্তমানে টেস্টে ক্রিকেটে শীর্ষ রানসংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন রুট। তার রান ১৩ হাজার ২৫৯। ডানহাতি ইংলিশ তারকার সামনে থাকা রাহুলের রান ১৩ হাজার ২৮৮ ও ক্যালিসের ১৩ হাজার ২৮৯, রিকি পন্টিংয়ের ১৩ হাজার ৩৭৮ ও শচিন টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১।

ভারতীয় একাদশ

যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শাই সুদর্শন, শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আনশুল কাম্বোজ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডাউসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আরচার

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।