ম্যানচেস্টার টেস্ট

প্রথম দিন স্বস্তি নিয়ে শেষ করতে পারলো না ভারত-ইংল্যান্ডের কেউই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ এএম, ২৪ জুলাই ২০২৫
ছবি- সংগৃহীত

এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। আবার সিরিজে টিকে থাকতে মরিয়া চেষ্টা ভারতের। যেভাবেই হোক, জয়ই দুই দলের লক্ষ্য। সেই অভিন্ন লক্ষ্যে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে প্রথম দিনটা স্বস্তির সঙ্গে পার করতে পারলো না দুদলের কেউই।

টস জিতেছিল ইংল্যান্ড। ব্যাট করার আমন্ত্রণ জানায় তারা ভারতকে। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮৩ ওভারে ২৬৪ রান তুলেছে ভারত। উইকেট হারিয়েছে ৪টি।

প্রথম দিনটা স্বস্তির না এ কারণে যে, ইংল্যান্ড বল হাতে ভারতীয়দের ওপর খুব বেশি চড়াও হতে পারেনি। মাত্র ৪টি উইকেট নিয়েছে। আরও কয়েকটি উইকেট নিতে পারলে বলা যেতো, চালকের আসনে ইংল্যান্ড।

ভারত ২৬৪ রান করেছে, খুব একটা খারাপ স্কোর না। তবে যে চারজন আউট হয়েছেন, তিনজনই ছিলেন সেট হওয়া ব্যাটার। দুটি হাফ সেঞ্চুরিও হলো। কিন্তু বড় ইনিংস খেলতে পারলো না। আবার আহত হয়ে মাঠ ছেড়েছেন (রিটায়ার্ড হার্ট) রিশাভ পান্ত। স্কোরটা ৩০০ পার হলেও বলা যেতো, চালকের আসনে ভারত। সব মিলিয়ে স্বস্তিকর অবস্থা ভারতের জন্যও নয়।

টস হেরে ব্যাট করতে নেমে জসস্বি জয়সওয়াল ও লোকেশ রাহুল মিলে ৯৪ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৪৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লোকেশ রাহুল। এরপর সাই সুদর্শন ও জসস্বি জয়সওয়াল মিলে গড়েন কেবল ২৬ রানের জুটি। ১০৭ বল খেলে ৫৮ রানে আউট হন জয়সওয়াল।

জুটি গড়ার চেষ্টা করেন সাই সুদর্শন ও শুভমান গিল। কিন্তু গিল ২৩ বলে ১২ রান করে আউট হয়ে যান। চতুর্থ উইকেটে রিশাভ পান্ত ও সাই সুদর্শন মিলে ৭২ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু ২১২ রানের মাথায় আহত হয়ে মাঠ ছেড়ে যান রিশাভ পান্ত। সাই সুদর্শন যখন আউট হন তখন ভারতের রান ছিল ২৩৫। তিনি করেন ১৫১ বলে ৬১ রান।

দিন শেষে রবিন্দ্র জাদেজা ১৯ ও শার্দুল ঠাকুর অপরাজিত থাকলেন ১৯ রানে। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিয়াম ডসন।

আইএইচএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।