৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ৪০ বছরের বোলারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৯ জুলাই ২০২৫

এক মাস পরই ৪০ বছর পূর্ণ করবেন। এই বয়সে এসে কিনা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ডটা নিজের করে নিলেন মহেশ তাম্বে! ২৭ জুলাই এস্তোনিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৮ বলে ৫ উইকেট শিকার করেছেন ফিনল্যান্ডের এই বর্ষীয়ান মিডিয়াম পেসার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই কোনো বোলারের দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড। এর আগে রেকর্ডটি দখলে ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের। ২০২২ সারে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট শিকার করেছিলেন এই বোলার।

৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়ার দিন নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন তাম্বে। তা হয়নি ইনিংসের ১৭তম ওভারে তৃতীয়, চতুর্থ আর ষষ্ঠ বলে উইকেট পান তিনি।

তবে নিজের দ্বিতীয় এবং ইনিংসের ১৯তম ওভারে আক্ষেপ ঘুচিয়েছেন তাম্বে। ওভারের প্রথম আর দ্বিতীয় বলে উইকেট শিকার করে হ্যাটট্রিক তো করেছেনই, টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম ৫ উইকেট শিকারের (৮ বলে) বিশ্বরেকর্ড গড়েছেন এই মিডিয়াম পেসার।

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট শিকার (বলের হিসেবে)
৮-মহেশ তাম্বে (ফিনল্যান্ড বনাম এস্তোনিয়া, ২০২৫)
১০-জুনায়েদ আজিজ (বাহরাইন বনাম জার্মানি, ২০২২)
১১-রশিদ খান (আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, ২০১৭)
১১-মোয়াজ্জেম বাইগ (মালায়ি বনাম ক্যামেরুন, ২০২৪)
১১-খিজির হায়াত (মালয়েশিয়া বনাম হংকং, ২০২০)

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।