৪১ বলে ব্রেভিসের সেঞ্চুরি, প্রোটিয়াদের কাছে উড়ে গেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১২ আগস্ট ২০২৫

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না প্রোটিয়াদের সামনে। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রোটিয়া মিডল অর্ডার ডেওয়াল্ড ব্রেভিস যেভাবে ব্যাট হাতে জ্বলে উঠলেন, তাতে জয় নয় শুধু, ৫৩ রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে উড়িয়েই দিয়েছে সফরকারীরা।

৪১ বলে সেঞ্চুরি করলেন ব্রেভিস। ২৫ বলে প্রথম ৫০ করার পর, পরের ১৬ বলে করেন বাকি ৫০। শেষ পর্যন্ত ৫৬ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন ব্রেভিস। ১২ বাউন্ডারি আর ৮ ছক্কায় দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর গড়ে ফেলেন এই তরুণ। সেঞ্চুরিটা আবার প্রোটিয়া ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

ব্রেভিসের ১২৫ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে ৭ উইকেটে ২১৮ রানের বিশাল স্কোর গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ব্যাট করতে নেমে টিম ডেভিডের ২৪ বলে হাফ সেঞ্চুরির পরও ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। যার ফলে ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। সে সঙ্গে সিরিজের লড়াইও ধরে রেখেছে তারা।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মারক্রাম আউট হন ১৮ রান করে। রায়ান রিকেলটন করেন ১৪ রান এবং ১০ রান করেন লুয়ান দ্রি প্রিটোরিয়াস।

চার নম্বরে ব্যাট করতে নেমে রীতিমত জ্বলে ওঠেন ডেওয়াল্ড ব্রেভিস। একের পর এক বলকে নিয়ে ফেলতে শুরু করেন বাউন্ডারির বাইরে। ট্রিস্টান স্টাবসকে নিয়ে ১২৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন ব্রেভিস। ২২ বলে ৩১ রান করে আউট হন স্টাবস। তবে, অন্যপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন ব্রেভিস।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রান করে ২১৮। গ্লেন ম্যাক্সওয়েল এবং বেন দারসুইস নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন জস হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পা।

জবাব দিতে অস্ট্রেলিয়া অলাআউট হন ১৭.৪ ওভরে ১৬৫ রানে। প্রোটিয়া বোলার কুয়েনা মাপাকা ও করবিন বোস নেন ৩টি করে উইকেট। বাকি ৪ উইকেট নেন কাগিসো রাবাদা, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি ও একাবায়োমজি পিটার।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৫০ রান করেন টিম ডেভিড। অ্যালেক্স ক্যারে করেন ২৬ রান। ২২ রান করেন মিচেল মার্শ।

 

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।