মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৯ নভেম্বর ২০২৫

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মুশফিকুর রহিমের শততম টেস্ট হতে যাচ্ছে। সেই টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচটি ইনিংস ও ৪৭ রানে জিতে ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

মুশফিকের শততম টেস্টকে ঘিরে ম্যাচের আগে ১০ মিনিটের একটি বিশেষ আয়োজনও রেছেছে বিসিবি। যেখানে সংবর্ধিত করা হবে মুশফিকুর রহিমকে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার এই কীর্তি গড়েছেন তিনি।

দুটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের একাদশে। প্রথম টেস্টে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। একটি পরিবর্তন আয়ারল্যান্ডের একাদশে। গেভিন হোয়ের জায়গায় একাদশে এসেছেন ক্রেইগ ইয়ং।

আইএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।