ভয়কে জয় করতে চান কৃষ্ণারা
‘ভয়ইতো। ওরা কেউ চ্যাম্পিয়ন, কেউ রানার্সআপ। অনেক শক্তিশালী প্রতিপক্ষ আমাদের। ভয়তো থাকবেই। তবে আমাদের ভয়কে জয় করতে হবে’-কথাগুলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব এবং ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ভয়-আনন্দ দুটিই ভর করেছিল কিশোরী ফুটবলারদের নেতার মধ্যে। অনেকটা বাকরুদ্ধ হয়েছিলেন কৃষ্ণা।
ভয়ের কথা আগেই উল্লেখ করেছেন। বাদ দেননি আনন্দ প্রকাশেও। ‘আমাদের ছেলে দল কখনো এ পর্যায়ে খেলতে পারেনি। আমরা খেলছি। এটা আনন্দের। ভালো লাগছে আমার’-সংবাদ সম্মেলনে কৃষ্ণা। বড় আসর, বড় বড় প্রতিপক্ষ। কোনো চ্যালেঞ্জ মনে করছেন কি না, এমন প্রশ্নের জবাবে কৃষ্ণা রানী সরকার বলেন, ‘চ্যালেঞ্জতো বটেই। এটা কেবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ নয়, বিশ্বকাপেরও বাছাই। চ্যালেঞ্জটা আমরা মেনেই নিয়েছি।’
দেশবাসীর কাছে দোয়া চেয়ে কিশোরী ফুটবলারদের অধিনায়ক বলেন,‘আপনারা সবাই জানেন, এক বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। বিদেশে অনেক প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমরা ভালো কিছু করারই প্রত্যাশা করছি। আমাদের গ্রুপের সব দলই শক্তিশালী। কঠির প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। ওরা বিশ্বের শক্তিশালী দল। দোয়া করবেন আমরা যেন সেরাটা খেলতে পারি। আমাদের কোচরা যা শিখিয়েছেন, সেটাই মাঠে খেলতে চাই।’
আরআই/এমআর/আইআই