রেকর্ড গড়ে রুয়েল মিয়ার ৮ উইকেট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৯
ছবিঃ সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে বল হাতে আগুন ঝরিয়েছেন সিলেট বিভাগের পেসার রুয়েল মিয়া। তার পেসে কুপোকাত হয়ে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম বিভাগ।

বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৬ রান খরচায় ৮ উইকেট নিয়েছেন রুয়েল। যা কি না প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার।

বাঁহাতি পেসার রুয়েল ভেঙেছেন সাত বছর আগে গড়া তালহা জুবায়েরের রেকর্ড। ২০১২ সালে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রোর পেসার তালহা ৩৫ রানে নিয়েছিলেন ৮ উইকেট। ৫০-এর চেয়ে কম রান খরচ করে ৮ উইকেট নিতে পারেননি আর কোনো পেসার।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেয় রুয়েলের সিলেট। ব্যাট করতে নেমে শুরুতেই সাদিকুর রহমানের উইকেট হারায় চট্টগ্রাম। তাকে আউট করেন ইমরান আলি। আর মাঝে ইরফান শুক্কুরের উইকেটটি নেন রেজাউর রহমান রাজা।

বাকি ৮ উইকেটই যায় রুয়েলের পকেটে। সরাসরি বোল্ড করেন ইরফান হোসেন, সাখাওয়াত হোসেন, রনি চৌধুরী ও আলভি হককে। এছাড়া পিনাক ঘোষ ও তাসামুল হক ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। লেগ বিফোরের ফাঁদে পড়েন সাজ্জাদুল হক। রেজাউরের হাতে ক্যাচ তুলে দেন মাসুম খান।

জাতীয় লিগে বাংলাদেশের পেসারদের সেরা বোলিং
১. রুহেল মিয়া - ৮/২৬ (২০১৯)
২. তালহা জুবায়ের - ৮/৩৫ (২০১২)
৩. সৈয়দ রাসেল - ৮/৬৭ (২০০৪)
৪. ওয়াসকুরনি আহমেদ - ৮/৬৯ (২০০৫)
৫. শফিউদ্দিন আহমেদ - ৮/৮৬ (২০০২)

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।