রুবেল-মেহেদী রানার তোপে দিশেহারা মুশফিকের খুলনা
এবারের বিপিএলের চতুর্থ ম্যাচেই মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। ওই ম্যাচেই চট্টগ্রামকে উড়িয়ে দিয়েছিল খুলনা টাইগার্স।
ফিরতি ম্যাচে দু’দল মুখোমুখি হলো সিলেটের লাক্কাতুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এখানে পাশার দান উল্টে দিচ্ছে চট্টগ্রামের বোলাররা। মুশফিকুর রহীমের দলকে নাস্তানাবুদ করে ছেড়েছে দলটির পেসাররা।
বিশেষ করে রুবেল হোসেন এবং মেহেদী হাসান রানা। অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আজ জ্বলে উঠলেন মুশফিকদের বিপক্ষে। সঙ্গে এবারের বিপিএলের নতুন সেনসেশন মেহেদী হাসান রানাও। এ দু’জনের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে গেলো খুলনা টাইগার্স।
টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী হাসান রানার তোপের মুখে পড়ে খুলনা। ১৩ রান তুলতেই দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং হাশিম আমলাকে ফিরিয়ে দেন। হাশিম আমলা মাত্র ৮ রান করে বোল্ড হয়ে যান মেহেদী রানার বলে।
রুবেল হোসেনের বলে শূন্য রানেই ফিরে যান শামসুর রহমান শুভ। ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে খুলনা। এরপর রুখে দাঁড়ানোর চেস্টা করেন রাইলি রুশো। ৪০ বলে তিনি করেন ৪৮ রান। মুশফিকুর রহীম এবং রুশো মিলে গড়েন ৪৯ রানের জুটি। ২৯ রানে জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে যান মুশফিক।
রবি ফ্রাইলিংক করেন ১৭ রান। এরপর আমের ইয়ামিন, আলাউদ্দিন বাবু, তানভির ইসলাম এবং অ্যালিস আল ইসলাম দ্রুত ফিরে যান সাজঘরে। শফিউল ইসলাম অপরাজিত থাকেন ৩ রান করে। রুবেল হোসেন এবং মেহেদী হাসান রানা নেন ৩টি করে উইকেট। কেসরিক উইলিয়ামস ২ এবং ১ উইকেট নেন জিয়াউর রহমান।
আইএইচএস/এমকেএইচ