ফাইনালসেরা আন্দ্রে রাসেল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

ফাইনালের নায়ক কে হবেন? ম্যাচ শুরুর আগে থেকেই ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ঘুরছিল এই প্রশ্ন। আসলে ফাইনালের নায়কের কথা তো আলাদা করেই মনে থাকে সবার, যার হাত ধরে শিরোপার স্বাদ নেয় দল।

মিরপুরে খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালসের মধ্যকার উত্তেজনাকর ফাইনালে সেই নায়ক হলেন আন্দ্রে রাসেল। ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে ক্যারিবীয় এই অলরাউন্ডারের হাতেই।

সেটা হওয়াও তো স্বাভাবিক। ব্যাটে-বলে যে ফাইনালেও উজ্জ্বল ছিলেন আন্দ্রে রাসেল। দলের ১৭০ রানের পুঁজিতে শেষদিকে নেমে ১৬ বলে ৩ ছক্কায় করেন হার না মানা ২৭ রান।

Russeel

পরে ডিফেন্ড করার পথেও বল হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৪ ওভার বল করে রাসেল ৩২ রানে নিয়েছেন ২টি উইকেট। সবচেয়ে বড় কথা, খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহীম, যার ওপরই শেষ পর্যন্ত আশা টিকে ছিল দলটির; তাকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসারই।

এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি আর কার হাতেই বা উঠবে? ক্যারিবীয় এই বিধ্বংসী অলরাউন্ডারই হেসেছেন শেষ হাসি।

এমএমআর/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।