আমি সাকিব আল হাসানকে অনুসরণ করি : যুব তারকা রাকিবুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ৩১ জানুয়ারি ২০২০

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেমিতে উঠলো বাংলাদেশ। ২০১৬ সালের আসর প্রথমবারে শেষ চারেই থেমেছিল মেহেদি মিরাজ-নাজমুল শান্তদের যাত্রা।

তবে এবার রয়েছে আরও ভালো সুযোগ। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই প্রথমবারের মতো পাওয়া যাবে ফাইনালের টিকিট। কোয়ার্টার ফাইনালের মতো সেমিতেও বাংলাদেশ দলের অন্যতম বড় শক্তি হবেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

বৃহস্পতিবার শেষ আটের ম্যাচে প্রোটিয়া যুবাদের একাই ধরাশায়ী করেছেন ১৭ বছর বয়সী রাকিবুল। নিয়ন্ত্রিত স্পিনে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। স্বাভাবিকভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাকিবুল জানিয়েছেন, তার কোনো রোল মডেল নেই।

তবে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনুসরণ এ টাইগার যুবা। রাকিবুল বলেন, ‘আমার কোনো রোল মডেল নেই। তবে আমি সাকিব আল হাসানকে অনুসরণ করি। বাংলাদেশ ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি। আমি দেখার চেষ্টা করি তিনি কীভাবে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে পড়েন, উইকেটের আচরণ বুঝতে চেষ্টা করেন। এ কারণেই হয়তো কাজ হয়েছে। এছাড়া গত এক বছরে আমি যে কঠোর পরিশ্রম করেছি, তার ফল আসলো এই ম্যাচে। আমি ভালো করলাম, দলও ভালো করলো।’

সংবাদ সম্মেলনের আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নিজের বোলিং নিয়ে কথা বলেন রাকিবুল। সাফল্যের পেছনে রহস্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘এই উইকেটে আগের ম্যাচগুলো দেখেছি। দ্বিতীয় ইনিংসে পিচ খানিকটা স্লো হয়ে যায়। তাই আমি এটি কাজে লাগানোর চেষ্টা করেছি। গতির তারতম্য দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানানোর চেষ্টা করেছি।’

খেলা হচ্ছে সুদূর দক্ষিণ আফ্রিকায়। প্রবাসী বাংলাদেশি ব্যতীত সমর্থন দেয়ার মতো দর্শক নেই টাইগার যুবাদের জন্য। বৃহস্পতিবার সেই প্রবাসীরাই মাতিয়েছেন মাঠ। রাকিবুল-শাহাদাতদের উৎসাহ জুগিয়েছেন পুরো ম্যাচজুড়ে। রাকিবুল জানিয়েছেন, এমন সমর্থন সবসময়ই বাড়তি সুবিধা দেয়।

‘দেখেন, দর্শক উপস্থিতি সবসময়ই যেকোনো দলের জেতার জন্য একটা বাড়তি সুবিধা। এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খেলেছি, ওদেরই মাঠে ওদের হারালাম। যে কয়জন আমাদের সমর্থন দিয়েছে, এটা আমাদের খুব সাহায্য করেছে। ওদের মাঠে, ওদের দর্শকদের সঙ্গে আমাদেরও কিছু দর্শক আওয়াজ করছে, আমার মতে এটা অনেক বড় বিষয় ছিলো।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।