মিসবাহকে ধুয়ে দিলেন ইউসুফ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৫ এপ্রিল ২০২০

পাকিস্তান ক্রিকেটে মিসবাহ উল হকের অবদান অসামান্য। ফিক্সিং কেলেঙ্কারিতে যখন পুরো দেশের ক্রিকেটে কালিমা লেগে গিয়েছিল, মিসবাহ অধিনায়ক হয়ে আস্তে আস্তে সব সামলে নেন।

মিসবাহর নেতৃত্বে পাকিস্তান দল ওই কালো অধ্যায় কাটিয়ে ঘুরেও দাঁড়ায়। দলকে টেস্ট ফরমেটে এক নম্বরে তোলাসহ অনেক বড় বড় সাফল্য এসেছে এই মিসবাহরই হাত ধরে।

এমন একজনকে দেশের ক্রিকেটে আরও বড় দায়িত্ব বুঝিয়ে দেয়াটাকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে মিসবাহ এখন পাকিস্তান দলের হেড কোচ, সঙ্গে আবার প্রধান নির্বাচকও।

কিন্তু মিসবাহর কর্মকাণ্ড মোটেই ভালো লাগছে না পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের। তিনি বলেন, ‘আমি বুঝি না, একজন মানুেষকে কেন এত এত দায়িত্ব দেয়া হলো। আর মিসবাহ এই দায়িত্ব যেভাবে পালন করছে, আমি তো কোনো পরিকল্পনাই দেখতে পাচ্ছি না।’

সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা মাথায় রেখেই মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের দলে ফিরিয়েছেন মিসবাহ।

কিন্তু ইউসুফ মনে করছেন, এটা ঠিক হয়নি। তিনি বলেন, ‘কেন হাফিজ আর মালিককে আবারও ডাকা হলো? অস্ট্রেলিয়ার মাটিতে তাদের রেকর্ড তো পরিষ্কার। পাকিস্তান ক্রিকেট তো পেছনের দিকে হাঁটছে।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।