তামিমকে ওয়াসিম- বাংলাদেশের ক্রিকেট খুব দ্রুত এগিয়েছে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২০ মে ২০২০

তামিম ইকবালের সঙ্গে লাইভ চ্যাট। সেখানে বাংলাদেশের প্রসঙ্গ আসবে না, তা তো কোনোভাবেই হতে পারে না। সেখানেই পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াসিম আকরাম জানিয়ে দিয়েছেন, ‘গত ১০-১২ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক দ্রুত এগিয়েছে।’

বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছু বিশ্বমানের পারফরমারের আগমণ ঘটেছে বলেও মন্তব্য করেছেন ওয়াসিম। তামিম ইকবালের ফেসবুক লাইভ চ্যাটে বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের নিয়েও প্রশংসা করেন ওয়াসিম।

করোনা মহামারির কারণে নেই কোনো ক্রিকেট। ক্রিকেটাররা রয়েছেন ঘরবন্দী। মাঠে যাওয়া তো দুরে থাক, অনুশীলনও করতে পারছেন না তারা। এরই মধ্যে ক্রিকেট সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় দারুণ ব্যস্ত করে তুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং খালেদ মাসুদ পাইলটের সঙ্গে তামিমের ফেসবুক লাইভে। সেখানেই ওয়াসিম আকরাম বলেন, ‘আমি বাংলাদেশে আসাকে খুব মিস করি। বাংলাদেশ সব সময়ই রয়েছে আমার হৃদয়ের গহীনে। সেখানকার মানুষ, খাবার-দাবার এবং অবশ্যই ক্রিকেট আমাকে খুব বেশি টানে।’

বাংলাদেশের ক্রিকেটের উন্নতির কথা বলতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘গত ১০-১২ বছরে বাংলাদেশের ক্রিকেট যে দ্রুততার সঙ্গে এগিয়েছে, তা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। দেশটিতে এখন রয়েছেন বিশ্বমানের ক্রিকেটার। যেমন আপনি নিজে (তামিম), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান- এসব ক্রিকেটারদের সবাইকে দেখলে সত্যিই খুব ভালো লাগে।’

তামিম ইকবাল এ সময় ওয়াসিম আকরামকে মজা করে বলেন, আমাদের সৌভাগ্য যে আমাদেরকে আপনার মত একজন বোলারের মোকাবেলা করতে হয়নি। জবাবে ওয়াসিম আকরামও জানিয়ে দেন, বাংলাদেশের বর্তমান স্কোয়াডের বিপক্ষে খেলতে পারলে দারুণ অনুভূতি হতো তার।

তামিম বলেন, ‘ওয়াসিম ভাই, আমরা খুবই ভাগ্যবান। আমি আপনার মুখোমুখি হতে চাইতাম না। আমরা আরো সৌভাগ্যবান যে, আপনি এখন খেলেন না।’

জবাবে ওয়াসিম আকরাম বলেন, ‘তবে সেটা যদি হতো (তামিম-সাকিবদের বিপক্ষে খেলা), তাহলে সেটা হতো দারুণ এক লড়াই। বিশেষ করে তুমি (তামিম) এবং সাকিবের বিপক্ষে। এছাড়া আরও দারুণ লড়াই হতো, কারণ আমরা সবাই (তামিম, সাকিব এবং ওয়াসিম আকরাম) বাঁ-হাতি।’

তামিম জবাবে বলেন, ‘আমি আমার বাড়িতেই এখন খুব ভালো আছি। কোনো অবস্থাতেই চাই না আপনাকে আমার প্রতিপক্ষ বানাতে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।