মা হারালেন গাজী আশরাফ হোসেন লিপু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২২ জুন ২০২০

পিতা হারিয়েছেন আগেই। এবার মা হারা হলেন গাজী আশরাফ হোসেন লিপু। আজ সোমবার বিকেল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়কের মা মিনা হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে মিনা হোসেনের বয়স হয়েছিল ৮৬ বছর। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপু সর্বকনিষ্ঠ।

আজ পড়ন্ত বিকেলে জাগো নিউজকে নিজের মা‘র মৃত্যুর খবর জানিয়ে লিপু বলেন, ‘বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই। এর পাশাপাশি আম্মা আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন। অবশেষে আজ বিকেলে আমাদের শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন আম্মা।’

লিপু আরও জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনেই তিনি ইন্তেকাল করেছেন। আর মোহাম্মদপুর ঈদগাহ মাঠের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।