প্রধান নির্বাচক নান্নুও ভ্যাকসিন নিলেন
করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়া শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা। আজ ১৫ ফেব্রুয়ারি দুপুরের আগে করোনা ভ্যাকসিন নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
তিনি কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন। প্রায় একই সময় ভ্যাকসিন নিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভি-১৯’এর ভ্যাকসিন নিয়েছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। একই সাথে তার স্ত্রী রীনি আবেদিনও ভ্যাকসিন নিয়েছেন।
সোমবার বিকেলে জাগো নিউজের সাথে আলাপে মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য জানিয়েছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলেই ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এমনকি নিউজিল্যান্ড সফরের আগেই সবাইকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এআরবি/আইএইচএস/জিকেএস