বাঁচানো গেল না ক্রিকেটার শরীফের ভাইকে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৫ মার্চ ২০২১

‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছে। খুব দ্রুত তার লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। কেউ কি আছেন? একটা লিভার দান করবেন?’- কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ।

১২ মার্চ নিজের ফেসবুক পেজ থেকে ভাইকে বাঁচানোর জন্য এ আকুতি জানিয়েছিলেন বাংলাদেশ লিজেন্ডসের হয়ে ভারতে খেলতে যাওয়া এই পেসার। দুর্ভাগ্য, শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না শরীফের বড় ভাই জিয়াউর রহমানকে।

আজ (সোমবার) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জিয়াউর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

আজ বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুল মাঠে জানাজা শেষে তার মরদেহ বার্মাস্ট্যান্ড কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারত ছাড়াও রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দুই সন্তানের জনক জিয়াউর রহমান পেশায় ব্যবসায়ী ছিলেন। বসবাস করতেন সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায়।

এস কে শাওন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।