টস জিতে কোহলিদের বিপক্ষে ব্যাটিংয়ে ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৫ এপ্রিল ২০২১

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে টস জিতেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পয়েন্ট তালিকার শীর্ষ দলের জমজমাট লড়াই। বিরাট কোহলির ব্যাঙ্গালুরু ৪ ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট নিয়ে আছে এক নম্বরে, সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চেন্নাই।

চেন্নাই সুপার কিংস একাদশ
ফ্যাফ ডু প্লেসি, রুতুরাজ গাইকঁদ, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্যাম কুরান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, ইমরান তাহির, দীপক চাহার।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিক্কেল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, নভদীপ সাইনি, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।