ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে করোনা আক্রান্ত ম্যাচ রেফারি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৮ জুন ২০২১

ক্রিকেটের মাঠে আবারও করোনার হানা। এবার আতঙ্ক ছড়িয়েছে ইংল্যান্ডে। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই শোনা গেলো, এই সিরিজে রেফারির দায়িত্ব পালন করা ফিল হুইটিকেস করোনায় আক্রান্ত।

হুইটিকেসের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় দলের মধ্যেও। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এখন সেখানেই অবস্থান করছেন বিরাট কোহলিরা।

ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে তিন টি-টোয়েন্টি ম্যাচেই অফিসিয়াল হিসেবে ছিলেন দায়িত্ব পালন করেছিলেন ফিল হুইটিকেস। শনিবারই ইংল্যান্ড-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছে।

ওই ম্যাচের পরই জানা যায়, ফিল হুইটিকেস করোনায় আক্রান্ত। তবে তার মধ্যে কোনো ধরনের লক্ষ্মণ প্রকাশ পায়নি। তার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই, বাকি আরও ৭ জন ম্যাচ অফিসিয়াল এবং দুর্নীতি দমন শাখার (আকসু) সদস্যকে, যারা হুইটিকেসের সংস্পর্শে এসেছিলেন, ১০ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে।

স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ক্রিকেট মাঠ জুড়ে করোনা আতঙ্ক তীব্র আকার নিয়েছে। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার খেলোয়াড়রাও আতঙ্কে রয়েছেন। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতেই হেরেছে শ্রীলঙ্কা। ২৯ জুন থেকে একদিনের সিরিজ শুরু হওয়ার কথা। এর মধ্যেই করোনা হানা দেওয়ায় প্রত্যেকের মধ্যেই একটা শঙ্কা কাজ করছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য অপেক্ষা করছে। ৪ আগস্ট থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। এরমধ্যে করোনার কারণে ভারতীয় শিবিরও শঙ্কায় রয়েছে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।