ধোনির অভিজ্ঞতাই বিশ্বকাপে কোহলিদের বাড়তি অনুপ্রেরণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের ইতিহাসের সফলতম অধিনায়কের উপস্থিতিই বিশ্বকাপে ভারতীয় দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

ধোনির মেন্টর হিসেবে যোগ দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে কোহলি বলেছেন, ‘তার (ধোনি) অভিজ্ঞতা অনেক। যেদিন থেকে আমরা তার সঙ্গে খেলা শুরু করেছি, সেদিন থেকেই সে আমাদের মেন্টর। তাকে পেয়ে আমরা খুব খুশি। তার উপস্থিতি আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে।’

ভারতীয় দলের অনেক তরুণ ক্রিকেটার এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন। ড্রেসিংরুমে ধোনির উপস্থিতি তরুণদের খুবই অনুপ্রেরিত করবে বলে মনে করছেন কোহলি।

তার ভাষ্য, ‘যে তরুণ ক্রিকেটাররা প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে, তাদের জন্য তিনি (ধোনি) এক বাড়তি অনুপ্রেরণা। তার বাস্তবসম্মত ক্রিকেটজ্ঞান তরুণদের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।