‘ধোনি ছাড়া কোনো চেন্নাই নেই, চেন্নাই ছাড়া কোনো ধোনি নেই’
খেলোয়াড় হিসেবে হোক বা না হোক, ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের অন্যতম প্রধান মালিক এন শ্রিনিবাসন।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আইসিসির সাবেক চেয়ারম্যান শ্রিনাবাসন বলেছেন, ‘চেন্নাই সুপার কিংস, তামিল নাড়ু ও চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ ধোনি। এখানে ধোনিকে ছাড়া কোনো সিএসকে নেই এবং সিএসকে ছাড়া কোনো ধোনি নেই।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে এখনও পর্যন্ত চেন্নাইয়ের অধিনায়কত্ব করে চলেছেন ধোনি। তার নেতৃত্বে শুধুমাত্র ২০২০ সালের আসর ব্যতীত প্রতিবারই প্লে-অফে উঠেছে চেন্নাই। এর মধ্যে ২০২১ সালের আসরসহ মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
তবে এরই মধ্যে ধোনির বয়সের কাঁটা ছুঁয়ে ফেলেছে চল্লিশের ঘর। তাই আইপিএলের পরের আসরেও তাকে খেলতে দেখা যাবে কি না, সে বিষয়ে একটা অনিশ্চয়তা রয়েই গেছে। এমনকি ধোনি নিজেও এ বিষয়ে পরিষ্কার কোনো মন্তব্য করেননি।
অবশ্য চেন্নাইয়েই থাকার নিশ্চয়তা দিয়েছেন ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনাল জেতার পর চেন্নাই অধিনায়ক বলেছিলেন, ‘আগামী মৌসুমেও আমাকে হলুদ শিবিরে দেখবেন আপনারা। তবে আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবো কি না তা জানি না।’
এসএএস/জিকেএস