অস্ট্রেলিয়ার ব্যাটিং বনাম নিউজিল্যান্ডের বোলিং
আর কয়েক ঘণ্টা পরই দুবাইয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে মাঠে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এই ফাইনালে মূল লড়াইটা হতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটিং ও নিউজিল্যান্ডের বোলিংয়ের মধ্যে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বিপক্ষে নিউজিল্যান্ডের বোলারদের লড়াইটা কেমন হতে পারে, চলুন দেখে নেওয়া যাক:
অস্ট্রেলিয়ার ব্যাটিং
ডেভিড ওয়ার্নার: চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সেরা দশে থাকা একমাত্র অসি ব্যাটার ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪৭.২০ গড়ে ২৩৬ রান করে চার নম্বর স্থানটির দখল নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। যেখানে দুটি ফিফটি করেছেন অসি ওপেনার। এছাড়া সেমিফাইনালেও তার ব্যাট থেকে এসেছে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
নিউজিল্যান্ডের বোলিং
ট্রেন্ট বোল্ট: ছয় ম্যাচে ২৩.৪ ওভার বোলিং করে ১৫৫ রান খরচায় ১১ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। চলতি আসরে এখন পর্যন্ত উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে আছেন তিনি। কিউইদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি পেসার।
টিম সাউদি: এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকয়টিতে পুরো বোলিং স্পেল করেছেন টিম সাউদি। যেখানে মাত্র ৫.৭৫ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। প্রতি ম্যাচে ন্যূনতম একটি করে হলেও উইকেট পেয়েছেন ডানহাতি কিউই পেসার।
ইশ সোধি: বোল্ট-সাউদিদের চেয়ে কোনো অংশে কম যান না ইশ সোধিও। তার লেগ স্পিন, গুগলি বিষে ভড়কে যাচ্ছেন বিপক্ষ ব্যাটাররা। এখন পর্যন্ত ছয় ম্যাচে ৭.৩৩ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হলেন কিউই লেগস্পিনার।
এসএএস/জিকেএস