বিশ্বকাপে বাবরের সঙ্গে অন্যায় হয়েছে: শোয়েব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ এএম, ১৫ নভেম্বর ২০২১

রোববার রাতে অস্ট্রেলিয়ার হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন মিচেল মার্শ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অসি অপেনার ডেভিড ওয়ের্নার।

তবে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতে এটি হয়েছে ঘোর অন্যায়। তিনি মনে করেন টুর্নামেন্ট সেরা পুরস্কারটি পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের প্রাপ্য।

ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর শোয়েব আখতার নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ‘অপেক্ষা করছিলাম বাবর আজমের হাতে টুর্নামেন্ট সেরা পুরস্কারটি দেখার জন্য। নিশ্চিতভাবেই অন্যায় সিদ্ধান্ত হয়েছে।’

দুবাইয়ে রোববারের ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসেই দেখেছেন শোয়েব। তার সঙ্গে গ্যালারিতে ছিলেন সাবেক সতীর্থ শহিদ আফ্রিদিও।

এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।