ফাইনালে ভারত-পাকিস্তান খেললে আরও মজা হতো: শোয়েব
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের খেলা হয়েছে আরব আমিরাতে। এশিয়ান দেশ আয়োজক, এশিয়ার মাঠে খেলা- তবু বিশ্বকাপের ফাইনালে ছিল না কোনো এশিয়ার দল।
রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলেছে তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেখানে কিউইদের ৮ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।
ম্যাচটি মাঠে বসেই দেখেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার, শহিদ আফ্রিদিরা। আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে মাঠে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও। কিন্তু তাদের দল ভারত কিংবা পাকিস্তান ছিল না ফাইনালে।
তাই তো ম্যাচ শেষে এই আফসোস শোনা গেলো শোয়েব আখতারের কণ্ঠে। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় ম্যাচের নানান দিক নিয়ে আলোচনা করেছেন শোয়েব। পাশাপাশি এটিও জানিয়েছেন, ফাইনাল ম্যাচটি ভারত-পাকিস্তান খেললে আরও মজা হতো।
শোয়েব বলেছেন, ‘আমি মাঠেই ছিলাম, খেলা দেখছিলাম। অনেক খেলোয়াড়ের সঙ্গে দেখা হয়েছে। ভারতের অনেক খেলোয়াড় ছিল। আমাদের অনেক কথা হয়েছে। (শহিদ) আফ্রিদিও ছিল মাঠে। সবার সঙ্গে দেখা করে অনেক ভালো লেগেছে। পরিবেশটা খুবই আনন্দদায়ক ছিল।’
তিনি আরও বলেন, ‘তবে এটার মজা আরও অনেক বেশি হতে পারতো, যদি ম্যাচটা হতো ভারত ও পাকিস্তানের মধ্যে। এটা হতো একটা ম্যাচ, যেখানে পরিবেশ হতো দুর্দান্ত, খেলাও হতো উত্তেজনাপূর্ণ। দূর্ভাগ্যবশত এটা হয়নি, দুই দলই আগে বাদ পড়ে গেছে।’
‘আমি চাচ্ছিলাম ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হোক। দুনিয়ায় যত যা-ই হোক, ভারত-পাকিস্তান ম্যাচের মজা সবকিছুর ওপরে। আমি সত্যিই এটা বিশ্বাস করতাম যে এই বিশ্বকাপটি পাকিস্তানের ছিল। ইশ! যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারতো পাকিস্তান।’
এসময় পাকিস্তানের প্রশংসা করে তিনি বলেন, ‘পাকিস্তান অনেক ভালো খেলেছে। মাঠে তাদের অ্যাপ্রোচ দুর্দান্ত ছিল। তবে তাদের এখন অনেক কিছু শেখার বাকি। বাবর আজম ও তার দল সামনে অনেক কিছু শিখবে। অস্ট্রেলিয়ার যে শক্ত মানসিকতা, সেটা নিজেদের মধ্যে আনতে হবে।’
এসএএস/জিকেএস