‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’র অবসর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানের মূল পরিচিতিটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলেই।

নিজের দেশের বিগ ব্যাশ তো আছেই। আইপিএল থেকে শুরু করে পিএসএল, সিপিএলেও অনেক ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ান। সবমিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার ম্যাচের সংখ্যা ৪০৫টি।

টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা এবার দিলেন অবসরের ঘোষণা। ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ান এক টুইটবার্তায় জানিয়েছেন, চলতি বিগ ব্যাশ লিগের পরই খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন তিনি।

বর্তমানে সিডনি সিক্সার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৪০৫ ম্যাচ খেলে করেছেন ৫৮০৯ রান, সঙ্গে আছে ২৮০ উইকেট।

গত এক দশকে তার ক্যারিয়ারটা মূলত টি-টোয়েন্টিতেই সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে। ২০১০ সালের পর নয়টি ঘরোয়া টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন। সর্বশেষ সিক্সার্সের হয়ে জিতেছেন ২০২০-২১২ বিগ ব্যাশ লিগ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।