শান্ত লম্বা রেসের ঘোড়া, শুরুতে লিটনকে নিয়েও কথা কম হয়নি: মাশরাফি

লিটন দাস বরাবরই মাশরাফির পছন্দের ক্রিকেটার। অধিনায়ক থাকাকালীন বহুবার লিটনের প্রশংসা করেছেন মাশরাফি। বারবার ব্যর্থ লিটনকে নিয়ে তার একটি কথাই ছিল, এই ছেলে অনেকদূর যাবে। একই কথা, মাশরাফি এখন বলছেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে।
পুরনো কথা মনে করিয়ে মাশরাফি বলেন, ‘আজকে সবাই বাহবা দিচ্ছে (লিটনকে)। যদি শুরু দেখেন, এর থেকে জঘন্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। তাকে নিয়ে কম কথা হয়নি। আজকে লিটন বাংলাদেশ টিমে সেটেলড হয়েছে। আমি যখন অধিনায়ক ছিলাম, বিশ্বাস করতাম লিটনের যে বেসিক আছে (ও পারবে)। আজকে সবাই বলে টিভির সামনে থেকে উঠতে মন চায় না লিটন যখন ব্যাটিং করে। আমি অধিনায়ক থাকার সময়ও বিশ্বাস করতাম, ছেলেটা বাংলাদেশের বড় ভবিষ্যৎ হবে।’
আরও পড়ুন>সমালোচনা বন্ধ হলে ‘আলহামদুলিল্লাহ’ বলবেন শান্ত
মাশরাফির অনুভব, শান্তও ভালো খেলোয়াড়। তার ভবিষ্যতও উজ্জ্বল। বাংলাদেশের সফলতম অধিনায়কের মতে, শান্ত লম্বা রেসের ঘোড়া। অনেক দিন সার্ভিস দিতে পারবে জাতীয় দলকে।
এ বাঁহাতি ওপেনার সম্পর্কে মাশরাফির মূল্যায়ন, ‘শান্তর ক্ষেত্রে একই জিনিস হয়েছে। আপনি যদি বিশ্বকাপ দেখেন, পুরো সামাজিক যোগাযোগমাধ্যম তথা সবার বিপক্ষে গিয়ে শান্ত প্রায় ২০০ রান করে এসেছে। এর আগেও একবার বলেছি। এরপর সংগ্রাম করেছে, এখন আবার রান করছে।’
মাশরাফি মনে করেন, লিটনের মতো শান্তও বেশ শক্ত মানসিকতার। মাশরাফির ভাষায়, ‘লিটনের মতোই বাইরের জিনিসগুলো শান্তকে স্পর্শ করে না। সেক্ষেত্রে আমার কেন জানি মনে হয়, এই ছেলেটা লং রেসের হর্স। এখন সবকিছুতে দিন শেষে আল্লাহর রহমত প্রয়োজন হয়। আমি বিশ্বাস করি, এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’
এআরবি/এমএমআর/জিকেএস