ব্যাট ভাঙলেন, হেলমেট ছুড়ে মারলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

এবারের বিপিএলে প্রায় নিয়মিতই হাসছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। এক ম্যাচ আগেই ৬৬ বলে ঝোড়ো ৮৯ করেছেন। পরের ম্যাচে ৯ রানে আউট হলেও আজ (শনিবার) আবার ফিফটি করলেন শান্ত।

৪৪ বলে ৬ চার আর ২ ছক্কায় ৬৬ রানের দারুণ এক ইনিংস বেরিয়ে আসে শান্তর ব্যাট থেকে। তবে শান্ত বোধ হয় আরও বড় কিছু চাইছিলেন।

ইনিংসের ১২তম ওভারের ঘটনা। মেহেদি হাসান রানা ছিলেন বোলিংয়ে। ব্যাটিং করার সময় জোরে শট খেলতে গিয়ে ব্যাট নড়বড়ে হয়ে যায় শান্তর। নিজ হাতেই ব্যাট ধরে দুই ভাগ করে ফেলেন তিনি।

এটুকু পর্যন্ত ঠিক ছিল। ব্যাট তো ভাঙতেই পারে। তবে শান্ত আউট হয়ে ফেরার সময় যা করলেন, তার মাথার ওপর নেমে আসতে পারে শাস্তির খড়গ।

হতাশ হয়ে ফেরার সময় বাউন্ডারির বাইরে গিয়ে নিজের হেলমেট ছুড়ে মারেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি এই ওপেনার। মুখ মলিন করে ফিরে যান সাজঘরে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।