মাশরাফির সিলেট স্ট্রাইকার্সে আরও দুই বিদেশি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি শক্তভাবে ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার দল শক্তি বাড়াচ্ছে আরও। দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব।

সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে এই দুই বিদেশির যোগ দেওয়ার খবর।

গুলবাদিন নাইব ছিলেন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। অন্যদিকে মোহাম্মদ ইরফানকে সরাসরি চুক্তিতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ে এসেছে সিলেট।

রাউন্ড রবিন লিগে ১০ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৮টিতেই জিতেছে সিলেট। মাশরাফির দলের তাই এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।