একাডেমি মাঠে নির্মাণ হচ্ছে গ্রিন হাউজ

সাকিবদের জন্য আধুনিক প্র্যাকটিস সুবিধা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের উত্তর দিকে বিসিবি একাডেমি মাঠে গ্রিন হাউজ প্র্যাকটিস ফ্যাসিলিটিজ নির্মাণের উদ্যোগের কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে বিসিবি গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান মাহবুব আনাম আজ বুধবার জানালেন, খুব শিগগিরই ওই গ্রিন হাউজ প্র্যাকটিস ফ্যাসিলিটিজ নির্মাণ করা হবে। এবং এ বছর জুনের মধ্যেই ওই প্রকল্পর কাজ শেষ হবে বলেও জানান মাহবুব।

এ সম্পর্কে বিসিবি গ্রাউন্ডস কমিটি প্রধানের কথা, ‘নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াতে যেমন গ্রিন হাউজ রয়েছে, সেটা আমরা মিরপুরে একাডেমি মাঠে স্থাপন করতে যাচ্ছি। বড় প্রজেক্ট। সেখানে ২০টা উইকেটকে আমরা কাভার করব, উত্তর এবং দক্ষিণ পাশে। ২০টা উইকেটে পুরো বর্ষায় ন্যাচারাল টার্ফে ক্রিকেট খেলতে পারবে। এটা জুনের মধ্যেই স্থাপন হয়ে যাবে।’

মাহবুব আনাম আরও জানান, ‘আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আমাদের অনুশীলন সুযোগ সুবিধা বৃদ্ধি এবং মাঠের স্বল্পতা কমিয়ে আনা হবে।’

মাহবুব আনামের দেয়া তথ্য অনুযায়ী ওই গ্রিন হাউজ প্র্যাকটিস ফ্যাসিলিটিজটি ৩০ মিটার বাই ৭৫ মিটারের হবে। এটাতে দু’পাশে ১০টা করে উইকেট থাকবে এবং তাতে বোলাররা ফুল রানআপসহ অনুশীলন করতে পারবে। এটা ইনডোরের সুবিধা। বর্ষার পরে আবার স্ক্রিনটা খুলে ফেলা যাবে। বর্ষার সময় স্ক্রিনটা টেনে সবাই অনুশীলন করতে পারবে।’

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।